কলেজ শিক্ষকদের জন্য শুরু হয়েছে তিন দিনব্যাপী কমনওয়েলথ ডিজিটাল এডুকেশন লিডারশিপ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। কমনওয়েলথ অব লার্নিং কর্তৃক উন্নয়নকৃত ৭টি ই-মডিউলের ওপর অনুষ্ঠিত হচ্ছে এই কর্মশালা। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের কার্যালয়ের অডিটরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
‘কমনওয়েলথ অব লার্নিং’ ও বাংলাদেশ সরকারের ‘অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)’ প্রোগ্রামের সহায়তায় অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ উপপরিচালক মো. জহিরুল আলম। আরও উপস্থিত ছিলেন এটুআই প্রোগ্রামের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কবির হোসেন ও ইয়ং প্রফেশনাল অভিজিৎ সাহা।
তথ্য ও প্রযুক্তি খাতে বাংলাদেশের উন্নতি এবং এই কর্মসূচির মাধ্যমে আরও দক্ষ ডিজিটাল নেতৃত্ব তৈরি হওয়ার আশাবাদ ব্যক্ত করেন মো. জহিরুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে কমনওয়েলথ ডিজিটাল এডুকেশন লিডারশিপ প্রশিক্ষণ কর্মসূচির প্রেক্ষাপট ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সিনেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ খান। সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. এসএম খলিলুর রহমান। তিনি দক্ষ নেতৃত্ব গঠন ও ডিজিটাল শিক্ষা প্রসারে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা বলেন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও মাদ্রাসা থেকে মোট ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য যে, কমনওয়েলথভুক্ত দেশগুলোতে ডিজিটাল লার্নিংকে জীবনব্যাপী শিক্ষার আওতায় এনে যুগপোযোগী ব্যবহার ও প্রসারে কমনওয়েলথ অব লার্নিংয়ের দীর্ঘমেয়াদি কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুিষ্ঠত হচ্ছে। এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকরা শিখন-শিক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী ও নিরাপদ ব্যবহারে নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় দক্ষ করে এ বিষয়ে নেতৃত্ব গ্রহণে সক্ষম করে তুলবেন।
ঢাকা আহ্ছানিয়া মিশনের সেন্টার ফর ইন্টারন্যাশনাল এডুকেশন এন্ড ডেভেলপমেন্টের (সিনেড) উদ্যোগে এ বিষয়ক প্রশিক্ষণের এটি ২য় ব্যাচ। সংবাদ বিজ্ঞপ্তি