আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

বরিশাল কারাগারে হাজতির মৃত্যু

বরিশাল ব্যুরো
| নগর মহানগর

বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাজতি রেজাউল করিম ওরফে হাবুল আমিন (৪৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা বুধবার রাতে তাকে মৃত বলে ঘোষণা করেন। 

রেজাউল জেলার গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের আবদুল জব্বার বেপারীর ছেলে। তিনি গৌরনদী থানার জিআর ২২৪/২০১৯ নম্বর মামলার আসামি ছিলেন।
বৃহস্পতিবার শেবাচিম হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হোসেন জানান, বুধবার রাতে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ করে রেজাউলের বুকে ব্যথা অনুভব হয়। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রেজাউলের মৃত্যু হয়েছে।