চট্টগ্রাম কোতোয়ালি থানার লাভলেইনে একটি সরকারি প্রাইমারি স্কুল থেকে রাতের অন্ধকারে চুরি করা দুইটি ল্যাপটপ ও প্রজেক্টর উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জাকির হোসেন (৩১), নাহিয়ান উল হক খান (২৭) ও মজিবুর রহমান (৩৫)।
এর আগে ২৮ জানুয়ারি রাতে লাভলেইনের সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুলের ভেতর হইতে দুইটি ?ল্যাপটপ, একটি প্রজেক্টর ও একটি নোটপ্যাড চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা বদরুন নেছা থানায় মামলা করেন। মামলা তদন্তে নেমে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে নগরীর কাজীর দেউরী আউটার স্টেডিয়াম এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যে নাহিয়ানকে নগরীর নূর আহমদ সড়কে নাসিমন ভবনের পেছন থেকে এবং মজিবুরকে জুবিলি রোডের সিডিএ মার্কেটে তার দোকান থেকে গ্রেপ্তার করা হয়।
পরে স্কুল থেকে চুরি করা দুইটি ল্যাপটপ ও প্রজেক্টর উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর স্কুলের মালামাল চুরির পর তা বিক্রির জন্য নাহিয়ানের কাছে দিয়েছিল জাকির। নাহিয়ান এসব মালামাল মজিবুরের কাছে বিক্রি করে। গ্রেপ্তারকৃতরা এভাবে অসংখ্যবার চুরি করে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় করেছিল।