চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, উন্নত বাংলাদেশ করতে হলে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত নগর গড়তে হবে। বৃহস্পতিবার বিকালে নগরীর লালদীঘির মাঠে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিকে না বলুন, নিরাপদ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলুন’ সেøাগানে চট্টগ্রাম সিটি করপোরেশন এ সমাবেশের আয়োজন করে। এ সময় মেয়র নাছির মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে লাখো নারী-পুরুষকে শপথ করান। এ সময় বারো আউলিয়া, মাস্টারদা সূর্য সেন, মনিরুজ্জামান ইসলামাবাদী, এমএ মান্নান, আখতারুজ্জামান বাবু, আতাউর রহমান কায়সার থেকে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করেন মেয়র। আ জ ম নাছির উদ্দীন বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি করেছি ৪১টি ওয়ার্ডে। আমাদের মূল লক্ষ্যÑ নগরবাসীকে শপথ করানো। এর আগে মহাসমাবেশে যোগ দিতে নগরের ৪১টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করে স্থানীয় কাউন্সিলরসহ নেতাকর্মীরা। এসব মিছিলে ছিলেন সচেতন নাগরিকরাও। মিছিল নিয়ে মহাসমাবেশে যোগ দেওয়াদের মুখে ছিল সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে সেøাগান। অনেকের হাতে ছিল বিভিন্ন পোস্টার ও প্লাকার্ড। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দীন আহমেদ বলেন, মাদক পুরুষত্ব নষ্ট করে, লিভার ধ্বংস করে দেয়। মাদক সেবন করলে মানুষ আর মানুষ থাকে না। মাদকাসক্ত সন্তানের হাতে বাংলাদেশে ৩০০ এর বেশি মা-বাবা খুন হয়েছেন। তারা কীভাবে পেরেছে মা-বাবাকে হত্যা করতে? কারণ তারা যখন মাদক গ্রহণ করেছিল, তারা আর সন্তান থাকেনি, তারা জন্তু-জানোয়ারে পরিণত হয়েছে। এ কারণে তারা নৃশংসভাবে আপন মাকে, বাবাকে হত্যা করেছে।
তিনি বলেন, এক মাস আগেও এক মাদকাসক্ত তার মা-বাবাকে কুপিয়ে হত্যা করেছে। মাদক যেভাবে আগ্রাসন চালাচ্ছে, আমরা আশঙ্কা করছি, আমরা যে স্বপ্ন দেখছি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ, সেটি এ মাদক স্তব্ধ করে দেবে, অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত করবে। চসিক কাউন্সিলর এইচ এম সোহেলের সভাপতিত্বে মহাসমাবেশে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর মো. জাবেদ, কাউন্সিলর ইসমাইল বালি, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা এবং চট্টগ্রাম চেম্বার পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ।