বর্ধিত সভা
ষ মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
দলীয় কোন্দল নিরসন ও সম্মেলন সফল করার লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম আউয়াল। এ সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেয়র পিরোজপুর পৌরসভা হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার প্রমুখ।
অগ্নিকাণ্ড
ষ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ছয়টি কাঁচা বসতঘর। বুধবার রাত ১টায় চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম করাইয়্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইফুল হাছান বলেন, বুধবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনেন।
পুরস্কার বিতরণ
ষ মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ ক্লাবের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ ব্যাগ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার। এ সময় অতিথিরা শিক্ষার্থী এবং তাদের অভিভাবদের উদ্দেশে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বউ-শাশুড়ি মেলা
ষ পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বউ-শাশুড়ির মেলার অংশ হিসেবে বৃহস্পতিবার বড়দরগাহ ইউনয়নে অনুরূপ এক মেলা অনুষ্ঠিত হয়। বড়দরগাহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল হক মণ্ডল। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, ডা. মোকসেদ আলী সরকার, গুর্জিপাড়া কলেজের অধ্যক্ষ সামসুল ইসলাম, ল্যাম্ব-বর্ন অন টাইম প্রকল্পের বড়দরগাহ ইউনিয়নের ফিল্ড কো-অর্ডিনেটর মনোরঞ্জন সরকার প্রমুখ।
সুপারিশ কার্ড বিতরণ
ষ তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জ উপজেলার অর্থায়নে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১ হাজার কৃষকের মাটির নমুনা পরীক্ষাকরণ কার্যক্রমের আওতায় মাটির নমুনা পরীক্ষার ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ কার্ড বিতরণ অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার রায়।