আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

রংপুরে দেশি মদসহ গ্রেপ্তার এক

রংপুর ব্যুরো
| দেশ

র‌্যাব-১৩, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর নীলকুটি বাসিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় চোলাই মদ, ২ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন সেটসহ মাদক কারবারি জাবেদ মিয়াকে গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের আবদুল জববার মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩, রংপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আহসান হাবীব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক মাদক কারবারি জাবেদ মিয়ার বিরুদ্ধে রংপুরের মিঠাপুকুর থানায় মামলা করা হয়েছে।