নাটোরের বড়াইগ্রামের চান্দাই ইউনিয়নের সাতইল গ্রামে ফাঁকা বাড়িতে একা পেয়ে ত্রিশোর্ধ এক বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বুধবার রাতে লুতু খান ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ওই গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় তার স্বামী বাড়িতে ফিরে এসে গোঙানির শব্দ শুনে ঘরে ঢুকে লুতু খানকে হাতেনাতে আটক করলেও সে দৌড়ে পালিয়ে যায়। বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, বিষয়টি শোনার পর থেকেই সাদা পোশাকে পুলিশের একটি টিম সাতইল এলাকায় অভিযান চালিয়ে লুতু খানকে আটক করেছে।