আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

মুন্সীগঞ্জে থামছে না ফসলি জমির মাটি কাটা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
| দেশ

মুন্সীগঞ্জে থামছে না ফসলি জমির মাটি কাটা। কৃষি জমি পরিণত হচ্ছে পুকুর-ডোবায়। কমছে ফসলের উৎপাদন। বেকার হচ্ছেন কৃষক। পরিবেশ হচ্ছে দূষিত। আইন অমান্য করে এমনি কর্মকাণ্ড চলছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকায়। ভুক্তভোগীরা জানান, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর ও রামকৃষ্ণদী মৌজায় ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। গুয়াখোলা গ্রামের ভুক্তভোগী আলী হোসেন জানান, আমার পাশের জমিতে মাটি কাটার ফলে আমার জমি ভেঙে গেছে। জমিতে সেচের পানি আটকে রাখা যাচ্ছে না। তাই জমিতে ফসল ফলানো যাবে না। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে মাটি কাটার আগেই অবহিত করেছি কিন্তু কোনো লাভ হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় জানান, কৃষি জমির মাটি কাটার ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ফসলি জমির উর্বরা শক্তি আশঙ্কাজনকভাবে হ্রাস পায়। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার বলেন, বিষয়টি আমি শুনেছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, আমি ৩ বার ঘটনাস্থলে গিয়েছি। ভেকু ও ট্রলি ছাড়া কেউ উপস্থিত ছিল না। এ জন্য ব্যবস্থা নেওয়া যায়নি।