জরুরি বিভাগসহ পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার সকাল থেকে তারা এ কর্মসূচি শুরু করে বিভিন্ন সেøাগান দিয়ে মানববন্ধন করেন। সাতক্ষীরা ভোমরা সড়কের বাঁকালে হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইন্টার্ন ডা. হুমায়ুন কবির, ডা. আমিনুল ইসলাম, ডা. কবিরুল আলম, ডা. রবিউল ইসলাম, ডা. ফারিয়া টুম্পা প্রমুখ।