আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

তাপবিদ্যুৎ কেন্দ্রে ছিনতাইয়ে গ্রেপ্তার ৪

বরগুনা প্রতিনিধি
| দেশ

বরগুনার আমতলীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কোটি টাকা ছিনতাই হয়েছে। বুধবার সন্ধ্যায় আমতলী-কুয়াকাটা মহাসড়কের টিয়াখালী কলেজ সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় টাকা বহনকারী মাইক্রোবাসে থাকা দুইজন ছিনতাইকারীদের রামদার কোপে আহত হয়েছেন। গুরুতর আহত ঝুনু ও তানভীরকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাইক্রোবাসের চালক আবু বক্করসহ চারজনকে আটক করেছে পুলিশ। আমতলী থানার ওসি মনোরঞ্জন মিস্ত্রি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসসহ চালক আবু বক্করকে আটক করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম জানান, ছিনতাইকারীদের আটক এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।