যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় আনিসুর রহমান ওরফে আনিস গাজী নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার সাইফুল সরদার আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় নওয়াপাড়া ভাঙাগেট এলাকায় রেলক্রসিং দিয়ে একটি খালি ট্রাক অতিক্রম করার সময় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চালক ও হেলপার আহত হন। তাদের প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে ট্রাকচালক আনিসুর রহমান মারা যান। নিহত আনিসুর রহমান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চাপতা গ্রামের তবিবুর রহমান ওরফে তবি গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যশোর রেলওয়ে (জিআরপি) পুলিশের এএসআই রেজাউল করিম জানান, বৃহস্পতিবার সকালে বেনাপোল থেকে ছেড়ে আসে খুলনাগামী বেতনা এক্সপ্রেস নামের ট্রেন। বেলা ১১টা ১০ মিনিটে ট্রেনটি অভয়নগরের ভাঙাগেট এলাকায় পৌঁছায়। এ সময় একটি খালি ট্রাক রেল ক্রসিং পার হচ্ছিল। ট্রাকটি রেল লাইনের মাঝ বরাবর পৌঁছালে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মহসীন রেজা বলেন, ঘটনাস্থলের রেল ক্রসিংটি অবৈধ। ওই রেল ক্রসিং অতিক্রমকালে ট্রাকের সঙ্গে ট্রেনের দুর্ঘটনা ঘটে। ট্রেনের সামনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের প্রায় একঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।