আজকের পত্রিকাআপনি দেখছেন ৭-০২-২০২০ তারিখে পত্রিকা

কুষ্টিয়ায় শিশুর লিঙ্গ কেটে হাজাম শ্রীঘরে

কুষ্টিয়া প্রতিনিধি
| দেশ

কুষ্টিয়ার শহরতলী উদিবাড়ী এলাকায় সাদিক নামে এক শিশুর সুন্নতে খাতনা করতে গিয়ে লিঙ্গ কর্তনের অভিযোগে হাজাম ফুরকান আলী খলিফাকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় আকতার হোসেনের ছেলে ও উদিবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। কর্তব্যরত চিকিৎসক ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওহিদুল আলম জানান, শিশু সাদিকের লিঙ্গের দুই-তৃতীয়ংশ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শিশুটির রক্তক্ষরণ বন্ধে প্রয়োজনীয় শল্য চিকিৎসা দেওয়া হচ্ছে। আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে ছেলের খাতনা করতে হাজাম ফুরকান আলী পর পর দুইবার খুর চালিয়ে লিঙ্গের মাথা থেকে দুই টুকরো কেটে ফেলেন।