নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে চালক নূর নবীর গলা কেটে তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত নূর নবী পূর্ব শোলাকিয়া এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন চালক নূর নবী। পথে নুরু পাটোয়ারীহাট বাজারের পশ্চিম পাশের নির্জন এলাকায় অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে চালক নূর নবীর গলা কেটে অটোরিকশাটি ছিনতাই করে। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় নূর নবীকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।