আন্তর্জাতিক ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর অধীনে তথ্য সুরক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি (আইএসএমএস) অনুবর্তিতা (কমপ্লায়েন্স) জন্য ইস্টার্র্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গুরুত্বপূর্ণ আইএসও ২৭০০১:২০১৩ সনদ লাভ করেছে। ব্যুরো ভেরিটাস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের হেড অব সার্টিফিকেশন মো. তৌফিকুল আরিফ ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারকে সম্প্রতি ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সনদটি হস্তান্তর করেন। অনুষ্ঠানে আইওটিএ কনসালটিং বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া; ইবিএল আইটি বিভাগ প্রধান জাহিদুল হক, আইসিসিডি প্রধান এসএম আখতারুজ্জামান চৌধুরী, কমিউনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম এবং আইটি সিকিউরিটি ও কমপ্লায়েন্স বিভাগ প্রধান মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক