বৃহত্তর ঢাকা অঞ্চলের সব শাখা ও উপশাখার ব্যবসায়িক প্রবৃদ্ধি ও দিকনির্দেশনা রূপায়ণে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড টাউন হল সিটি মিট ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি রেডিসন ব্লু, ঢাকায় অনুর্ষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের পরিচালনায় এতে গেস্ট অব অনার সংসদ সদস্য (লক্ষ্মীপুর-২), ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শহিদ ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এএম সাইদুর রহমান, পরিচালক মোহাম্মদ মনজুরুল ইসলাম ও একেএম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক