ম্যানচেস্টার সিটিতে লিওনেল মেসির যোগদানের বিষয়ে মোটেই আগ্রহী নন কোচ পেপ গার্দিওলা। বরং তিনি চান মেসি তার বর্তমান ক্লাব বার্সেলোনা থেকেই অবসর গ্রহণ করুক। আসন্ন গ্রীষ্ম মৌসুমে মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শর্ত উন্মুক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে বার্সেলোনা স্পোর্টিং পরিচালক এরিক আবিদালের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বে স্প্যানিশ ও ইংলিশ বেশ কয়েকটি সংবাদমাধ্যম আর্জেন্টাইন এ সুপারস্টারের দলবদলের ব্যাপারে রিপোর্ট করেছে। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গার্দিওলা। এরপর সিটিতে এসে বার্সেলোনার সাবেক পরিচালক ফার্নান সোরিয়ানো ও টিক্সিকি বেগিরিস্টেইনের সঙ্গে কাজ করেছেন। সে কারণে অনেকেই ধারণা করছেন, ন্যু ক্যাম্প ছাড়ার পর মেসি হয়তো প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটিতে যোগ দিতে পারেন। ২০১৬ সালে গার্দিওলা ইংল্যান্ডে আসার পর থেকে প্রতিটি মৌসুমে মেসির সিটিতে যোগদানের গুজব শোনা গেছে। কিন্তু ক্যারিয়ারের পুরোটা সময় কাতালান ক্লাবে কাটানোর পর শেষ মুহূর্তটিও মেসি এখানেই থাকবে বলে অনেকেই আশাবাদী। গার্দিওলাও তার ব্যতিক্রম নন। এ সম্পর্কে সিটি বস বলেছেন, ‘আমি চাই, মেসি বার্সেলোনায়ই থাকুক। অন্য ক্লাবের কোনো খেলোয়াড় সম্পর্কে সাধারণত আমি কোনো কথা বলি না। এক্ষেত্রে আমি শুধু আমার ইচ্ছার কথা প্রকাশ করেছি।’