আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

গোলাপি জার্সিতে খেলবে আফ্রিকা ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক :
| খেলা

 

 ক্রিকেটের সীমিত ওভারের সংস্করণ ওয়ানডে ফরম্যাটে সাধারণত সবুজ জার্সিতে খেলে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে বছরের অন্তত একটি দিন তারা গোলাপি রঙের জার্সি গায়ে খেলেন। ‘পিঙ্ক ওয়ানডে’খ্যাত এ ম্যাচে এবার তাদের মতো একই রঙের জার্সি গায়ে খেলতে নামবে সফরকারী ইংল্যান্ডও। আজ জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে এ অভূতপূর্ব দৃশ্যটি উপভোগ করবেন দর্শকরা। এরই মধ্যে এ ম্যাচের জার্সি প্রস্তুত করেছে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিউ ব্যালেন্স।
স্তন ক্যানসার সচেতনতা বাড়াতে ২০১১ সালে ‘পিঙ্ক ডে’ পালনের সিদ্ধান্ত নেন প্রোটিয়া ক্রিকেট সংশ্লিষ্টরা। এ ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ শার্লোট্টে ম্যাক্সেকে ব্রেস্ট কেয়ার ক্লিনিক হাসপাতালে ক্যানসার আক্রান্তদের সহায়তায় ব্যয় করা হয়। তিন ম্যাচের এ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছেন স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।