আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

ভালোবাসা দিবসে মোশাররফ-ফারিণের ‘রোদের অপেক্ষা’

বিনোদন প্রতিবেদক
| বিনোদন

 

এখন পর্যন্ত বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় নাট্যাভিনেতা মোশাররফ করিম ও টিভি নাটকের এ সময়ের প্রিয় মুখ তাসনিয়া ফারিণ। তার মধ্যে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘উগান্ডা মাসুদ ২’ ও শিখর শাহনিয়াত পরিচালিত ‘আদম’ নাটক দুটি দর্শক নিয়মিত ইউটিউবে উপভোগ করছেন। নাটক দুটি এখন পর্যন্ত দর্শক ইউটিউবে যথাক্রমে উপভোগ করেছেন ২৫ লাখ ও ১৭ লাখেরও বেশি ভিউয়ার্স। দর্শকের ভালোলাগার কথা বিবেচনা করে আগামী ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নির্মাতা মাহমুদুর রহমান হিমি নির্মাণ করেছেন মোশাররফ করিম ও তাসনিয়া ফারিণকে নিয়ে ‘রোদের অপেক্ষা’ নাটকটি। নাটকটি রচনা করেছেন নাজিয়া হাসান অদিতি। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি হাউজে এবং বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানান মাহমুদুর রহমান হিমি। প্রচার হবে আগামী ভালোবাসা দিবসে বাংলাভিশনে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গল্পটা একটু ভিন্নরকম। হিমির গল্পটাকে ভালোভাবে তুলে ধরার ইচ্ছেটাও ছিল প্রবল। আর নতুনদের মধ্যে ফারিণ ভালো করছে। চরিত্র বুঝে অভিনয় করার চেষ্টাটা তারমধ্যে আছে।’ তাসনিয়া ফারিণ বলেন, ‘মোশাররফ ভাই অনেক গুণী একজন অভিনয়শিল্পী। তারসঙ্গে কাজ করতে পারটাই আসলে ভীষণ ভালোলাগার। এটাও সত্যি, তিনি এত ভালো অভিনয় করেন যে তার সঙ্গে অভিনয় করলে আমার নিজের অভিনয়ও অনেক ভালো হয়। এ ধরনের গুণী শিল্পীদের সাহচর্যে থাকলে নিজের অভিনয় সমৃদ্ধ করা যায়।’ এদিকে আগামী ভালোবাসা দিবস উপলক্ষে মোশাররফ করিমের সঙ্গে ফারিণ সঞ্জয় সমাদ্দার, রাজীবুল ইসলাম রাজীবের নির্দেশনাতেও আরও দুটি নাটকে অভিনয় করেছেন। সঞ্জয় সমাদ্দারের নাটকের নাম ‘যে শহরে টাকা ওড়ে’।