আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

করোনা ভাইরাস ঠেকাতে হংকংয়ে নতুন নিয়ম চালু

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

হংকংয়ে বিমানবন্দরে আগত যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে - সংগৃহীত

কোয়ারেন্টিনে থাকবেন চীনের মূল ভূখণ্ড 
থেকে আগত পর্যটকরা 

চীনের আধা-স্বায়ত্তশাসিত হংকং করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে নতুন পদক্ষেপ হাতে নিয়েছে। আর তা হচ্ছে চীনের মূল ভূখণ্ড থেকে আগত যে কাউকেই দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রাখা হবে। পর্যটকদের  তাদের হোটেলের কক্ষে নিজেদের একাকী করে রাখতে হবে অথবা সরকার পরিচালিত কেন্দ্রগুলোতে যেতে হবে। আর হংকংয়ের বাসিন্দা, যারা চীন থেকে ফিরবে, তাদের এ সময়ের মধ্যে নিজেদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এ নিয়ম লঙ্ঘন করবে তাদের জেল এবং জরিমানা গুনতে হবে। হংকংয়ে এখন পর্যন্ত ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এবং একজন মারা গেছেন। চীনের মূল ভূখণ্ডে সাতশ’র বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ৩৪ হাজারের বেশি। 
চীনের আধা-স্বায়ত্তশাসিত এলাকাটি জানায়, মূল ভূখণ্ড থেকে আগত যে কারও জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে মূলত রোগটির প্রাদুর্ভাব ঠেকানোর উদ্দেশ্যে। প্রতিদিন লাখো মানুষ চীন থেকে হংকংয়ে ভ্রমণ করে। যদিও সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে হংকং নিজেদের বেশ কিছু সীমান্ত পয়েন্ট বন্ধ করে দেওয়ার পর এ সংখ্যা কিছুটা কমেছে। চলতি সপ্তাহে সম্পূর্ণভাবে সীমান্ত বন্ধ করে দেওয়ার দাবিতে ধর্মঘট করেছেন হাজার হাজার চিকিৎসা কর্মী। বিবিসি