আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

স্মৃতি ইরানির আক্রমণ

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক


 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বাগ্্যুদ্ধে জড়ালেন ভারতের নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। এক টুইটার বার্তায় কেজরিওয়াল দিল্লির বিধানসভা নির্বাচনে সব নারী ভোটারকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে তিনি পুরুষদের সঙ্গে পরামর্শ করে নারীদের তাদের ভোট দেওয়ার আর্জি জানান। তার এ টুইটের পর তাকে আক্রমণ করেন স্মৃতি। তিনি পাল্টা টুইট করে কেজরিওয়ালকে ‘নারীবিদ্বেষী’ বলে কটাক্ষ করেন। কেজরিওয়ালকে উদ্দেশ করে স্মৃতি ইরানি পাল্টা টুইটার বার্তায় বলেন, আপনি কি মনে করেন না নারীরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন কাকে ভোট করা যায়? তার টুইটের সঙ্গে হ্যাশট্যাগ ছিল ‘অ্যান্টিউওমেনকেজরিওয়াল’। এর জবারে কেজরিওয়াল লেখেন, স্মৃতিজি, দিল্লির নারীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাকে তারা ভোট দেবেন। একই সঙ্গে দিল্লিজুড়ে নারীরা এ সিদ্ধান্তও নিয়েছেন কাকে তাদের পরিবার ভোট দেবে। শেষ পর্যন্ত তাদের ঘর চালাতে হয়। কেজরিওয়াল জানান, তিনি বোঝাতে চেয়েছিলেন নারীরা যেন পুরুষদের বলে দেন কাকে ভোট করতে হবে। তিনি বলেন, নারীরা জানেন ঘর চালানো কত কঠিন। বিদ্যুতের হার ও মূল্য বাড়লে তাতে কারা আঘাত পাবে? তাই আমি বলতে চেয়েছি, নারীদের উচিত পুরুষদের বলে দেওয়া কাকে ভোট দিতে হবে। দিল্লিতে শনিবার বিধানসভা ভোটগ্রহণ হয়েছে। এনডিটিভি