আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

বুথফেরত জরিপে আভাস

হ্যাটট্রিক করছেন কেজরিওয়াল

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

বাবা-মা, স্ত্রী ও ছেলের সঙ্গে শনিবার বিধানসভা নির্বাচনে ভোট দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল - সংগৃহীত

 

দিল্লির বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরই জয়জয়কার। জরিপে আভাস মিলেছে, কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি) ভারতের দিল্লিতে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে পারে। শনিবার ভারতের দিল্লি বিধানসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন কড়া নিরাপত্তায় দিল্লির ৭০ বিধানসভা কেন্দ্রে চলে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে দিল্লির ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এএপি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি, সোনিয়া গান্ধীর দল কংগ্রেস লড়াই করছে। ত্রিমুখী এ লড়াইয়ের ফল জানা যাবে মঙ্গলবার। তবে দিল্লির ভোটগ্রহণ পর্ব শেষ হতে ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত সব বুথফেরত জরিপে দেখা যায়, বিজেপির চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে কেজরিওয়ালের এএপি। গেলবারের মতো এবারও প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস। তবে এ ধরনের জরিপ কখনই শেষ কথা বলে না। বহু সময় বাস্তব ফল যে জরিপের সঙ্গে মেলে না, তা-ও প্রমাণিত। তবু সাধারণ প্রবণতা হিসেবে এ ধরনের জরিপ স্বীকৃত। তারই ভিত্তিতে এবারের ফলের আগাম আভাস। এদিন টাইমস নাওয়ের তরফে যে জরিপ প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যায়, ৭০ আসনের মধ্যে এবার ৪৪টিতে জয়ী হতে পারে কেজরিওয়ালের দল। বিজেপি পেতে পারে ২৬ আসন। নিউজ এক্স পোলস্ট্র্যাটের দাবি, ৫০ থেকে ৫৬ আসনে জয়ী হতে পারে এএপি। বিজেপি পেতে পারে ১০ থেকে ১৪ আসন। সুদর্শন নিউজের জরিপে দেখা গেছে, ৪০ থেকে ৪৫ আসনে জয়ী হতে পারে কেজরিওয়ালের দল। ২৪ থেকে ২৮ আসন যেতে পারে বিজেপির দখলে। কংগ্রেস পেতে পারে দুই থেকে তিনটি আসন। রিপাবলিক-জন বাতের জরিপেও এগিয়ে রয়েছে এএপি। তাদের দাবি, এবারে ৪৮ থেকে ৬১ আসন পেতে পারে তারা। ৯ থেকে ২১ আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেস পেতে পারে একটি আসন। ইন্ডিয়া নিউজ-নেতার দাবি, ৫৩ থেকে ৫৭ আসন পেতে পারে কেজরিওয়ালের দল। ১১ থেকে ১৭টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ০-২টি আসন। টিভি নাইন ভারতবর্ষ সিসেরোর সমীক্ষাতেও এগিয়ে আম আদমি। তাদের দাবি, ৫৪ আসন পেতে পারে এএপি। বিজেপি পেতে পারে ১৫ আসন। একটি আসন পেতে পারে কংগ্রেস। ইন্ডিয়া টিভির সমীক্ষায় ৪৪ আসন পেয়ে বিজেপির থেকে এগিয়ে রয়েছে এএপি। বিজেপি ২৬ আসন পেতে পারে বলে দাবি তাদের। কংগ্রেস পেতে পারে দুই থেকে তিনটি আসন। এবিপি নিউজ সি ভোটারের সমীক্ষায় ৪৪ থেকে ৬৩ আসন পেয়ে এগিয়ে কেজরিওয়ালের দল। বিজেপি পেতে পারে ৫ থেকে ১৯ আসন। কংগ্রেসের ঝুলিতে ০ থেকে চারটি আসন যেতে পারে।
শনিবার সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পোলিং বুথগুলোতে তাদের লাইন দীর্ঘ হয়। দিল্লি বিধানসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৩৮২ জন, তার মধ্যে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন দুই লাখের বেশি ভোটার। এবারই প্রথমবারের ভোটার কেজরিওয়ালের ছেলে। বাবা-মা, স্ত্রী ও ছেলের সঙ্গে ভোট দিয়ে দিল্লির তরুণ প্রজন্মকে ভোট দিতে উৎসাহ দেন কেজরিওয়াল। তার ছেলের মতোই এবার প্রথম ভোটার কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের ছেলে রাইহান রাজীব ভদ্রও। প্রিয়াঙ্কার সঙ্গেই ভোট দেন কংগ্রেসের অন্তর্র্বর্তী সভানেত্রী অসুস্থ সোনিয়া গান্ধী। রাহুল অবশ্য পৃথকভাবে একা ভোট দিয়ে যান। শুধু ভোট দিতেই মুম্বাই থেকে এদিন দিল্লি উড়ে এসেছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। শনিবার সকালে পরিবারের সঙ্গে নিজের ভোট দিয়ে বললেন, প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। ভোট দেন সস্ত্রীক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মেয়ে প্রতিভার সঙ্গে ভোট দেন লালকৃষ্ণ আদভানি। ভোট দেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষি লেখি, উপরাজ্যপাল অনিল বৈজলসহ নেতানেত্রীরা। আনন্দবাজার