আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

চুড়ি উপহার দেওয়া প্রসঙ্গে

| ইসলাম ও অর্থনীতি

প্রশ্ন : আমাদের অঞ্চলে বাচ্চা হওয়ার পর সে বাচ্চা মেয়ে হোক বা ছেলেÑ মেয়েবাড়ির পক্ষ থেকে রুপার এক ধরনের বিশেষ চুড়ি তাকে উপহার দেওয়া হয়। বাচ্চা নিয়ে কোথাও বেড়াতে যাওয়া হলে তার হাতে সেগুলো পরিয়ে দেওয়া হয়। এ ধরনের চুড়ি বাচ্চাকে পরিধান করালে কোনো অসুবিধা আছে? মুহাম্মদ নাবিল, চাঁপাইনবাবগঞ্জ
উত্তর : স্বর্ণ-রুপার অলঙ্কার শুধু নারীদের জন্য বৈধ। তাই প্রশ্নোক্ত চুড়ি মেয়ে বাচ্চাদের জন্য ব্যবহার করা জায়েজ। তাদের ক্ষেত্রে অসুবিধা নেই। আর ছেলেদের জন্য নির্দিষ্ট পরিমাণের রুপার আংটি ছাড়া অন্য কোনো অলঙ্কার ব্যবহার করা নাজায়েজ। তাই ছেলে শিশুকে ওই রুপার চুড়ি পরানো যাবে না। তাছাড়া চুড়ি পরা মূলত মেয়েদের সাজ। হাদিস শরিফে ছেলেদের জন্য মেয়েদের সাজ বা বেশভূষা গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘যেসব পুরুষ নারীদের বেশভূষা অবলম্বন করে রাসুলুল্লাহ (সা.) তাদের লানত করেছেন। (বোখারি : ৫৮৮৫)। অভিভাবকদের কর্তব্য হলো, ছেলে শিশুদেরও ওইসব নিষিদ্ধ পোশাক ও সাজগোজ থেকে বিরত রাখা, যা পুরুষদের জন্য নিষিদ্ধ। (উমদাতুল কারী ২২/৪১; ফাতাওয়া খানিয়া ৩/৪১৩; আলবাহরুর রায়েক ৮/১৯০; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১০৯; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৭৫)।