আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

যশোর-৬ আসনে উপনির্বাচন

নৌকার মাঝি হতে চান সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মেয়ে

কেশবপুর (যশোর) প্রতিনিধি
| খবর

 

জাতীয় সংসদ নির্বাচনি আসন যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে সাবেক শিক্ষামন্ত্রী মরহুম এএসএইচকে সাদেক ও মা সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী সদ্যমৃত্যুবরণকারী ইসমাত আরা সাদেকের কন্যা স্থপতি নওরীন সাদেক নৌকার মাঝি হতে চান। শনিবার সকালে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেশবপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্যে বলেন, এরই মধ্যে তিনি সংসদীয় এলাকার মানুষের সমর্থন আদায়ে মাঠে রয়েছেন। তিনি তার বাবা সাবেক শিক্ষামন্ত্রী মরহুম এএসএইচকে সাদেক ও মা সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী মরহুম ইসমাত আরা সাদেকের অসমাপ্ত উন্নয়নকাজ বাস্তবায়ন করে কেশবপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন। 
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেনÑ কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি হাজি রুহুল কুদ্দুস, কেশবপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, গ্রন্থাগার শাহীনুর রহমান, নির্বাহী সদস্য কেএম কবীর হোসেন, আবদুর রহমান, আবদুর রাজ্জাক, রুহুল আমীন খান, সাংবাদিক দিলীপ মোদক, আবদুল মজিদসহ কেশবপুরের সাংবাদিকরা। 
স্থপতি নওরীন সাদেক আরও বলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর নির্বাচনি এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নে জনগণের সঙ্গে তিনি মতবিনিময়সহ গণসংযোগ করে চলেছেন। কেশবপুরের উন্নয়নের জন্যই তিনি নির্বাচন করবেন। নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রীর ইশতেহার মোতাবেক কেশবপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে। বিশেষ করে রেললাইন স্থাপন, সাগরদাঁড়িতে শপিংমল তৈরি, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়নসহ যুবসমাজের কর্মসংস্থানের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি ও মাদকমুক্ত কেশবপুরকে গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন তিনি। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ বলেন, কেশবপুরের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নওরীন সাদেকের সঙ্গে আছেন। দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্থপতি নওরীন সাদেককে মনোনয়ন দিলে বিজয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।