উদয়ন এক্সপ্রেস ট্রেনের পর পাহাড়িকা এক্সপ্রেসের নতুন বগি যুক্ত হলো। শনিবার সকাল ৯টায় ১৪টি নতুন বগি নিয়ে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস। ট্রেনটিতে এসি সিট ৬৬টি, এসি চেয়ার ১১০টি, শোভন চেয়ার ৪৫০টিসহ ৬২৬টি আসন রয়েছে। আগে ট্রেন দুটি ১৬-৩২ কম্পোজিশনে চলাচল করলেও নতুন নিয়মে ১৪-২৮ কম্পোজিশনে চলছে। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের প্রতিটি এসি বার্থের মূল্য ৮৫৭ টাকা আর শিশুর জন্য এ ভাড়া ৫৭০ টাকা, স্নিগ্ধার দাম ৭১৯ টাকা আর শিশুর জন্য ৪৭৮ টাকা, শোভন চেয়ার ৩৭৫ টাকা, শিশুর জন্য ২৫০ টাকা। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক মো. সাদেকুর রহমান জানান, সকাল ৯টায় ১৪টি নতুন বগি নিয়ে পাহাড়িকা ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। পাহাড়িকা এক্সপ্রেস সিলেট থেকে সকাল সোয়া ১০টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে। এছাড়া ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে সকাল ৯টায় ছেড়ে সিলেটে পৌঁছায় সন্ধ্যা ৬টায়।