সিলেটের বিশ্বনাথে চিকিৎসার নামে ঝাড়ফুঁকের কথা বলে তরুণীকে দেড় বছর ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগে আটক ‘ভণ্ড’ কবিরাজ কমরুদ্দিন ও তার স্ত্রী সুমি বেগমকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পুলিশ জানায়, আজ আদালতে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।
গ্রেপ্তার কবিরাজ কমরুদ্দিন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। বর্তমানে বিশ্বনাথ পুরান বাজার (শরীষপুর) এলাকার আছদ্দর ম্যানশনে তিনি ভাড়াটে হিসেবে বসবাস করেন। সেখানে ‘সিফা তদবিরালয়’ নামে একটি প্রতিষ্ঠান খুলে তিনি কবিরাজি করতেন।
নির্যাতিতা তরুণীর মা বিশ্বনাথ উপজেলার নরসিংপুর গ্রামে বসবাসকারী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বড়কুট গ্রামের দিনমজুর সাদেক মিয়ার স্ত্রী হালিমা বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, প্রায় দেড় বছর আগে তার বড় মেয়ে
(ওই তরুণী) নানা ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হয়। এক পর্যায়ে তিনি কবিরাজ কমরুদ্দিনের শরণাপন্ন হন। কবিরাজ চিকিৎসার প্রয়োজনে মেয়েকে তার কাছে রেখে যাওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা প্রদান করতে বলে। কবিরাজের কথামতো টাকা পরিশোধ করে মেয়েকে তিনি তার কাছে রেখে আসেন। পরে মেয়েকে আনার জন্য সিফা তদবিরালয়ে গেলে কবিরাজ মেয়েকে ফেরত দিতে গড়িমসি করে। এমনকি তাকে নানা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। গত প্রায় দেড় বছর ধরে সিফা তদবিরালয়ে মধ্যে তালাবদ্ধ ঘরে তার মেয়েকে আটকে রাখা হয় বলে অভিযোগ মায়ের। বিষয়টি তিনি ভয়ে কারও কাছে প্রকাশ করেননি। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে কবিরাজের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন নির্যাতিতা তরুণীর মা। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই তালাবদ্ধ সিফা তদবিরালয় থেকে তরুণীকে উদ্ধার ও কবিরাজের স্ত্রী সুমি বেগমকে আটক করে থানা পুলিশ। মধ্যরাতে আটক করা হয় কবিরাজ কমরুদ্দিনকে। পরে তরুণীর মায়ের দায়ের করা অভিযোগ মামলা (নং-৪/০৭.০২.২০২০) হিসেবে রেকর্ড করে পুলিশ। এ মামলায় কবিরাজ দম্পত্তিকে গ্রেপ্তার দেখানো হয়।
বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, চিকিৎসার নামে ওই ‘ভণ্ড’ কবিরাজ ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এমনকি এফিডেভিট মূলে সে ওই তরুণীকে বিয়েও করে। তিনি জানান, এ কবিরাজ দম্পতিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ভিকটিম তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।