নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা সাতশ’ ছাড়িয়েছে। প্রাণঘাতী ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে হিমশিম খাচ্ছে চীন। আক্রান্ত অনেককে পরীক্ষা করেও সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চীনের চিকিৎসকরা। চীনের একাডেমি অব মেডিকেল সায়েন্সের প্রধান ওয়াং চেন জানিয়েছেন, অনেকের পরীক্ষার ফল ‘ফলস নেগেটিভ’ আসার কথা জানিয়েছে। চীনের টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অসুস্থদের যারা নতুন ধরনের করোনা ভাইরাসে সত্যিই আক্রান্ত, টেস্ট করে তাদের মধ্যে ৩০ থেকে ৫০ শতাংশের পজিটিভ পাওয়া যাচ্ছে। এখনও অনেকের লালা পরীক্ষা করে ফলস নেগেটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে। যার মানে সত্যিকার অর্থেই যতজন করোনা ভাইরাস আক্রান্ত, তার অর্ধেকের ক্ষেত্রে পরীক্ষায় ধরা পড়েনি। চীনের হুবেই প্রদেশে এখন করোনা ভাইরাস শনাক্তে সিটি স্ক্যান শুরু করেছে। বলা হচ্ছে, এ পরীক্ষায় দ্রুত রোগ শনাক্ত সম্ভব। হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রাণঘাতী ভাইরাসটি মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। চীন ছাড়াও বিশ্বের অনেক দেশে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। ভাইরাসটির বিস্তার রোধে বিশ্বের অনেক দেশই চীনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। তা
সত্ত্বেও প্রাণঘাতী ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকানো যাচ্ছে না। প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ রোধে এখনও কোনো ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। বিডিনিউজ