আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

চীনে কোনো পাইলট-ক্রু যেতে চাচ্ছেন না -পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
| প্রথম পাতা

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, চীন থেকে ১৭১ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে কোনো পাইলট ও ক্রু সেখানে যেতে চাচ্ছেন না। সে কারণে এখনই তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়। 

শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি’ আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে ড. মোমেন বলেন, চীনের উহান থেকে আমরা ৩১২ জনকে ফিরিয়ে এনেছি। সেখান থেকে ফিরে আসার পর বিমান ক্রু’রা কোয়ারেন্টাইনে আছেন। এখন চীনে আর কোনো ক্রু যেতে চাচ্ছে না। আমরা চীনা প্লেন ভাড়া করে ১৭১ জনকে ফিরিয়ে আনতে চাইছি। তবে সেটাও সম্ভব হচ্ছে না। উহানে থাকা বাংলাদেশিদের খাওয়া-দাওয়ায় কোনো কষ্ট যেন না হয়, সে বিষয়টি আমরা দেখছি।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, যুক্তরাজ্যে আইএস সংশ্লিষ্টতায় অভিযুক্ত শামীমাকে কোনো অবস্থাতেই বাংলাদেশ গ্রহণ করবে না। কারণ তিনি বাংলাদেশের নাগরিক নন। তার মাও বাংলাদেশি ছিলেন না। তাদের আগের প্রজন্ম ব্রিটিশ নাগরিক। এখন যুক্তরাজ্য তাকে আশ্রয় না দিলে তিনি রাষ্ট্রহীন নাগরিক হবেন।

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনের হুবেই প্রদেশে শেষ খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে। এ ভাইরাসে চীনের হুবেই 
প্রদেশ ও বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ৩৪ হাজার ৫৪৬ জন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে উহানে এক মার্কিন ও জাপানি নাগরিকের মৃত্যু হয়েছে। সংক্রামক ভাইরাসটি এরই মধ্যে আরও অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়ে ৩ শতাধিক মানুষকে আক্রান্ত করেছে।