রাজশাহীতে অভিনব কায়দায় পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের পর চার যুবক ধরা পড়েছে। তারা পাঁচ যুবকের কাছ থেকে মুঠোফোন ছিনতাই করেছিল। তবে ছিনতাইয়ের পর পুলিশ কি না তা যাচাই করার জন্য একজনকে ধরে থানায় নিয়ে যায় ভুক্তভোগীরা। তখনই তাদের ভুয়া পরিচয় বেরিয়ে আসে। এরপর একে একে চক্রের সবাইকেই আটক করেছে পুলিশ। এরা হলো রাজশাহী মহানগরীর কাটাখালি থানার সুচারণ এলাকার আবদুল মতিনের ছেলে রুহুল আমিন, একই এলাকার মো. মুকবেলের ছেলে মো. নিলয় ও জামাল উদ্দিনের ছেলে মো. সাগর এবং রূপসিডাঙ্গা এলাকার জামাল হোসেনের ছেলে শ্রাবণ হোসেন। ছিনতাইয়ের অভিযোগে এদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।