অভিভাবক সমাবেশ
ভোলা প্রতিনিধি
ভোলা কালেক্টরেট স্কুলে শনিবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদ আলম সিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আতাহার মিয়া, কালেক্টরেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহ নেওয়াজসহ আমন্ত্রিত অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার রেজওয়ানা চৌধুরী।
বাস টার্মিনাল উদ্বোধন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী পৌর বাস টার্মিনাল শনিবার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। সভায় পৌর মেয়র মোজাফফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্লা, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ প্রমুখ।
বিদায় সংবর্ধনা
ফেনী প্রতিনিধি
ফেনী বিএমএ’র উদ্যোগে সিভিল সার্জন ডা. আবদুল মোমেনের বিদায় সংবর্ধনায় শনিবার ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় ফেনী বিএমএর সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, সাংবাদিক ওসমান হারুন দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভা
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাসে শনিবার গৌরীপুর-হোমনা সড়কের কড়িকান্দি বাসস্টেশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর উপলক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, সহ-সভাপতি একেএম ফজলুল হক প্রমুখ।