সীতাকু-ে শিব চতুদর্শী মেলা উপলক্ষে শনিবার প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত ধারণাপত্র পাঠ করেন মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী। তিনি বলেন, ২০ থেকে ২২ ফেব্রুয়ারি শিব চতুর্দশী মেলা ও ৮ থেকে ৯ মার্চ দোল পূর্ণিমা মেলা অনুষ্ঠিত হবে। এ সময় প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, মেলা কমিটির অতিরিক্ত সম্পাদক সমীর শর্মা, যুগ্ম সম্পাদক অধ্যাপক রণজিৎ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।