নারায়ণগরঞ্জের রূপগঞ্জে জাতীয় পার্টির আলোচনা সভা শনিবার কাঞ্চন পৌরসভার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কাঞ্চন পৌর শাখার সাধারণ সম্পাদক আলী হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় পার্টির কাঞ্চন পৌর শাখার সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, কালাম মাওলা, মিথুন মিয়া, মকবুল হোসেন, দাছিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পার্টির কাঞ্চন পৌর শাখার নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে ফুল দিয়ে অভিনন্দন জানান।