নাটোরের নলডাঙ্গায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ৭০ লাখ টাকার মালামালসহ টাঙ্গাইল সদরের মহিষা গ্রামের আব্বাস উদ্দিন, আশরাফুল এবং সিরাজগঞ্জ সদরের বন বাড়িয়া গ্রামের বাছির বেপারির স্ত্রী নাছিমা বেগমকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, ২২ জানুয়ারি নলডাঙ্গায় চারটি কাপড়ের দোকানে ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় পুলিশের একটি দল নন্দীগ্রাম উপজেলার কড়ইহাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে।