কুড়িগ্রামের উলিপুরে তবকপুরের রুহিয়ার পাড় গ্রামে ১৩২ পরিবারে সম্প্রতি নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। এ সময় কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম নাসির উদ্দিন সরকার উপস্থিত ছিলেন। সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রতিশ্রুতির বাস্তবায়ন এখন দেশজুড়ে। সে লক্ষ্যে আমরা উলিপুরের গ্রামগঞ্জেও বিদ্যুতের ব্যবস্থা করব।