আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

ফুলবাড়ীতে স্কুল ছাত্রী ধর্ষিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
| দেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর মোল্লাটারী গ্রামে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। জানা যায়, উত্তর অনন্তপুর গ্রামের খবিজলের লম্পট ছেলে নাজমুল হোসেন ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার বিকালে বাড়ির লোকের অনুপস্থিতির সুযোগে বখাটে নাজমুল হোসেন ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার ওই ছাত্রীর খালা বাদী হয়ে ধর্ষক নাজমুল হোসেন ও তার সহযোগী ফজলে রহমান ওরফে ফজলের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।