বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে বাংলাদেশ সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে আবারও ১২ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকালে এ জেলেদের আটক করা হয়। এর আগে ১৮ জানুয়ারি বিকালে মোংলাবন্দরের অদূরে বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর সদস্যরা ২৬ ভারতীয় জেলেকে আটক করেছিলেন। কোস্টগার্ড জানায়, শনিবার সকালে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া এলাকায় একটি ফিশিং ট্রলারকে মাছ ধরতে দেখে ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড।