আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

বেনাপোল থেকে ৩০ স্বর্ণের বারসহ আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি
| দেশ

ভারতে পাচারকালে বেনাপোল বাজার থেকে শনিবার দুপুরে ৩০ স্বর্ণের বারসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোলের বড় আচড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এ গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল বেনাপোল বাজারে অভিযান চালিয়ে ইকবাল ও রনি নামের দুইজন যুবককে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ (সাড়ে তিন কেজি) স্বর্ণের বার জব্দ করা হয়। আটক স্বর্ণ পাচারকারীরা হচ্ছে ইকবাল হোসেন (৩৪) বড় আচড়া গ্রামের আ. রাজ্জাকের ছেলে। আর ওমর ফারুক রনি (৩২) একই এলাকার আজিজুল মুন্সীর ছেলে। বিজিবির জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা স্বর্ণ চোরাচালান কাজে নিয়োজিত।