ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য লাশ কাটার সরঞ্জাম দিলেন ফেনী বিএমএ সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে দুই সেট লাশ কাটার সরঞ্জাম ডোম আবদুর রহিমের হাতে তুলে দেন তিনি। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মো. কামরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন, ডা. রিপন নাথ, মেডিসিন কনসালট্যান্ট ডা. ছাইয়েদুর রহমান, ডা. জয়দেব সাহা, ডা. আসিফ ইকবাল, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান ও কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফেনী জেনারেল হাসপাতালে লাশ কাটার সরঞ্জাম না থাকার সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। তখনই লাশ কাটার সরঞ্জাম সংগ্রহে উদ্যোগ গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন বলেন, এখন থেকে লাশের ময়নাতদন্ত করতে আমাদের আর কোনো সমস্যা হবে না। এমন উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি বিএমএ সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসারকে ধন্যবাদ জানান।