আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

সাঘাটায় লালমণি ট্রেন অবরোধ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
| দেশ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে রামসাগর এক্সপ্রেস ট্রেন ফের চালুসহ বিভিন্ন দাবিতে ঢাকাগামী লালমণি এক্সপ্রেস ট্রেন ৩০ মিনিট অবরোধ করে রাখেন এলাকাবাসী। 
শনিবার এলাকাবাসীর ব্যানারে দুপুর ১২টা ২২ মিনিট থেকে ১২টা ৫২ মিনিট পর্যন্ত ঢাকাগামী লালমণি এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে রাখা হয়। পরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ট্রেন অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন ওয়ারেছ আলী প্রধান, নাজমুল হুদা দুদু, শামছুল হক সরকার, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাঘাটা উপজেলা যুবলীগের সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, অধ্যক্ষ নওয়াব আলী সাজু, আজাহার আলী প্রমুখ।