কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী আবু হানিফকে ৩০টি ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে শহরের খড়মপট্টি এলাকার একটি বাসায় বসে ইয়াবা সেবনকালে তাকে আটক করা হয়। আটকের পর কারারক্ষী আবু হানিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, শহরের খড়মপট্টির একটি বাসায় বসে ইয়াবা সেবনকালে কারারক্ষী আবু হানিফ ও সোহেলকে ৩০টি ইয়াবাসহ আটক করা হয়। কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার বজলুর রশীদ জানান, ইয়াবাসহ আটকের পর আবু হানিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।