আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

শেরপুরে সহস্রাধিক শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শেরপুর প্রতিনিধি
| দেশ

মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে শুক্রবার বিকালে হাজার শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা- আলোকিত বাংলাদেশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে সহস্রাধিক শিশুকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘দি প্যাসিফিক ক্লাব’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। আয়োজক সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েলের সভাপতিত্বে মুঠোফোনে সংযুক্ত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) ও দি প্যাসিফিক ক্লাবের প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম। প্রতিযোগিতায় পৃথক তিন বিভাগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সেরা ২০ জনকে পুরস্কার দেওয়া হয়। আয়োজক সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েল বলেন, ঝিনাইগাতীর সীমান্তবর্তী এ উপজেলায় পিছিয়ে থাকা শিশুদের মধ্যে সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে ভাষা দিবসে প্রতি বছরই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন করা হবে বলেও জানান তিনি।