আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

পিরোজপুরে ব্যবসায়ী ও সাতক্ষীরায় ছেলের হাতে বাবা খুন

চাঁদপুরে কাঠমিস্ত্রি ও টাঙ্গাইলে যুবক খুন

আলোকিত ডেস্ক
| দেশ

পিরোজপুরে চলিশা বাজারের মা মেডিকেল হলের মালিক ওষুধ ব্যবসায়ী কামরুল শেখকে শনিবার প্রকাশ্যে কুপিয়ে, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শাহপুর গ্রামে শনিবার জমি নিয়ে বিরোধে ছেলের লাঠির আঘাতে বাবা ও চাঁদপুরে দুই অটোচালকের দ্বন্দ্বের কারণে ছুরিকাঘাতে রহমান গাজী নামে এক কাঠমিস্ত্রি খুন হয়েছেন। অন্যদিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া বনাঞ্চল এলাকার পাকা রাস্তার পাশ থেকে শনিবার এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর
পিরোজপুর : পিরোজপুরে চলিশা বাজারের মা মেডিকেল হলের মালিক ওষুধ ব্যবসায়ী কামরুল শেখকে শনিবার প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি চলিশা গ্রামের আবদুল মান্নান শেখের ছেলে। নিহত কামরুলের ভাই মাসুদ শেখ জানান, কয়েকদিন ধরে পিরোজপুর সদর উপজেলার একজন কামরুলের কাছে চাঁদা দাবি করছিলেন। সকালে তিনি কয়েকজন লোক নিয়ে কামরুলের দোকানে এসে চাঁদা দাবি করে হুমকি দেন। এ সময় কামরুল চাঁদা দিতে রাজি না হওয়ায় তার লোকজন নিয়ে ছুরি দিয়ে কামরুলের বুক ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। কামরুল চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে আক্রমণকারীরা পালিয়ে যান। স্থানীয়রা কামরুলকে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেলা হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই কামরুল মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাফরুল হাসান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা-পয়সার লেনদেনের বিষয় নিয়েই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটকের চেষ্টা করছে। কামরুলের ওপর হামলায় ব্যবহৃত ছুরি পুলিশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা : জেলার কালীগঞ্জ উপজেলার শাহপুর গ্রামে শনিবার জমি নিয়ে বিরোধে ছেলের লাঠির আঘাতে বাবা শামসুর রহমান ঢালী খুন হয়েছেন। তিনি একই গ্রামের মৃত বদর উদ্দীন ঢালীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, সকালে ছেলেমেয়েরা জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘাতে লিপ্ত হন। তা ঠেকাতে গেলে ছেলে মিয়ারাজ ঢালীর লাঠির আঘাতে বাবা শামসুর রহমান ঢালী ঘটনাস্থলেই মারা যান। কালীগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ঘাতক ছেলে মিয়ারাজ আলী ঢালীকে আটক করা হয়েছে। তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া 
চাঁদপুর : চাঁদপুরে দুই অটোচালকের দ্বন্দ্বের কারণে ছুরিকাঘাতে রহমান গাজী নামে এক কাঠমিস্ত্রি খুন হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রহমান গাজীর ভাই জাহাঙ্গীর গাজী চাঁদপুর মডেল থানায় একটি মামলা করেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
জানা যায়, বুধবার চাঁদপুর শহরের পুরানবাজার দোকানঘর এলাকায় দুই অটোচালক আলমগীর ও তাফুর মধ্যে যাত্রী ওঠানো নিয়ে মারামারি হয়। কাঠমিস্ত্রি রহমান গাজী তাদের ফেরাতে গেলে একদল যুবক অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় রহমান গাজীর পেটে তারা ছুরি দিয়ে আঘাত করে।
পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর জাহাঙ্গীর আলম জানান, মারামারির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার পর আটক চারজনকে আদালতে প্রেরণ করা হয়। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। কাঠমিস্ত্রি রহমান গাজীর মৃত্যুর পর ফের হত্যা মামলা করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার ওসি নাছিম উদ্দিন বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল : জেলার মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া বনাঞ্চল এলাকার পাকা রাস্তার পাশ থেকে শনিবার এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মোস্তফা জানান, শনিবার সকালে উপজেলার বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া পাকা রাস্তার পাশে প্রায় ২৫ বছর বয়সি এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তার পরনে জিন্স প্যান্ট ও গলায় গামছা পেঁচানো ছিল। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।