আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

যুবকদের দক্ষ করতে জাতীয় দক্ষতা প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক
| অর্থ-বাণিজ্য

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) দেশব্যাপী সব স্তরে দেশের শ্রমশক্তির দক্ষতা অর্জন উৎসাহিত করতে জাতীয় দক্ষতা প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে। শনিবার হোটেল রেনেসাঁয় একটি অনুষ্ঠানে এ প্রতিযোগিতাটি উদ্বোধন করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশন বক্তব্য রাখেন এবং প্রধান মন্ত্রীর সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য রাখেন। এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসেন ধন্যবাদ প্রদান করেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন বিশ্বব্যাপী পালিত হবে মুজিববর্ষ। বাংলাদেশ হোস্ট কান্ট্রি হলেও সারা বিশ্বে এটি পালিত হবে, যা বিরল। মুজিববর্ষ উপলক্ষে যুবকদের দক্ষতা উন্নয়নে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, দক্ষতা বাড়াতে অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে। দেশের শ্রমিকরা অনেক ক্ষেত্রে খুব দক্ষ। তবে শতভাগ মানুষকে দক্ষতার আওতায় আনতে হবে।
সালমান ফজলুর রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দেশের বিশাল যুবগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এজন্য সরকার কাজ করছে। এনএসডিএ উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে। 
মনমোহন প্রকাশ বলেন, উন্নয়ন টেকসই করতে ডাবলডিজিট প্রবৃদ্ধি অর্জন করতে হবে। দীর্ঘমেয়াদে উন্নয়ন ধরে রাখতে হলে শিক্ষা খাতে বিশেষত কারিগরি শিক্ষাব্যবস্থা নিয়ে ভাবতে হবে। প্রতিযোগিতাটি তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি করার জন্য এবং বিদেশে ও দেশে উভয় ক্ষেত্রে চাকরির সন্ধানের জন্য আরও দক্ষ করার জন্য সুযোগ তৈরি করবে এবং আয় অর্জনে অবদান রাখবে এবং জাতীয় অর্থনীতিকে জোরদার করবে। ট্রেডগুলো হলো কংক্রিট নির্মাণ কাজ, কাঠমিস্ত্রি, বৈদ্যুতিক ইনস্টলেশন, হিটিং, পেন্টিং এবং সজ্জিত, ওয়ালবং ফ্লোর টাইলিং, ইট বিছানো, প্লাস্টারিং ও ড্রাইওয়াল, হেয়ারড্রেসিং ইত্যাদি।