আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

ভালোবাসা দিবসে দেশীয়া

| নিত্যজীবন

 

ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ফ্যাশন হাউস দেশীয়া সব বয়সির জন্য নান্দনিক ডিজাইনের পোশাক এনেছে। স্কিনপ্রিন্ট, হ্যান্ড স্টিচ, ব্লক ইত্যাদি মাধ্যমে পোশাকগুলোর নকশা করা হয়েছে। এসব পোশাক ফেব্রুয়ারি মাসব্যাপী ১০ শতাংশ ছাড়ে কেনা যাবে। ফাল্গুনের পাশাপাশি দেশীয়ায় রয়েছে একুশের পোশাক। দেশীয়ার শোরুম আছে  বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ার, শাহবাগ আজিজ সুপার মার্কেট, ধানমন্ডির মেট্রো শপিংমল ও সাভার সিটি সেন্টারে। ঘরে বসে অনলাইনে দেশীয়ার পণ্য কেনা যাবে।