বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে শোবিজ এন্টারটেইনমেন্ট আয়োজন করছে বসন্ত ভালোবাসার উৎসব। ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এ উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজনে থাকবে বিভিন্ন পণ্যের মেলা, খেলাধুলা, বসন্তের সাজে সাজো, বসন্তের সেরা সুন্দরী, ভ্যালেনটাইনের সেরা জুটি, ইটিং কম্পিটিশন, ডুয়েট ক্যারাকুয়ে, সেলিব্রেটি আড্ডা, রেড কার্পেট, সেলফিজোনসহ সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত পরিবেশন করবেনÑ শফি মণ্ডল, চিশতী বাউল, জানে আলম, বিউটি, সাগর বাউল, মোহাম্মদ আলী, সমীর বাউল, বাউল এক্সপ্রেস ও ডিফারেন্ট টাচ। এছাড়া ভালোবাসা দিবসে থাকবেন তাহসান, টিনা রাসেল, তপু, আলিফ, প্রত্যয় খান, নদী ও ব্যান্ডদল অ্যাশেজ। ১৫ ফেব্রুয়ারি থাকবে ব্যান্ডদল ব্ল্যাক, দূরবীন, বে অব বেঙ্গল, ছারপোকা, ডাকনাম, মেট্রিক্যাল ও গন্তব্যহীন।