শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও অন্য অতিথিদের সঙ্গে নতুন কমিটির সদস্যরা
চাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক, সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বিকালে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। ভিডিও কলে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মাঈনুল হোসেন খান নিখিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।
অনুষ্ঠানে অণুজীব বিজ্ঞানী ও হিরো অব বিল গেটস উপাধিতে ভূষিত প্রফেসর ড. সমীর কুমার সাহা এবং সিআইপি জয়নাল আবেদীন মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী।
শওকত আলী, চাঁদপুর