ইনটেনসিভ কেয়ার ইউনিটে নবজাতক
চীনে করোনা ভাইরাসে আক্রান্ত এক নারী সুস্থ একটি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। এ ঘটনা ঘটে পূর্ব চীনের ঝেঝিয়াং প্রদেশে। শনিবার ওই নবজাতকের জন্ম হয়। নবজাতক শিশুর করোনা ভাইরাস টেস্টের ফল নেগেটিভ এসেছে। যদিও তার মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শিশুটিকে বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। কিছুদিন পর চিলড্রেন্স হসপিটাল অব ঝেঝিয়াং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে ফের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। ইনটেনসিভ কেয়ার থাকা ওই নবজাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। সেই ভিডিও দেখে ওই নবজাতকে অনেকে ‘ভাগ্যবান’ বলে মন্তব্য করেছেন। আনন্দবাজার