আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

অস্ট্রেলিয়ায় স্বস্তি ও বিপদ একসঙ্গে আনল বৃষ্টি

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

সিডনিতে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছেন এক ব্যক্তি - বিবিসি

 

দাবানলে জ্বলা অস্ট্রেলিয়ায় স্বস্তি ও বিপদ দুটিই একসঙ্গে আনল বৃষ্টি। অস্ট্রেলিয়ার সিডনি শহরে ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। এতে সড়ক, রেল ও ফেরি চলাচল বিঘ্নিত হয়ে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং কয়েক হাজার লোক ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। চার দিনে ৩৯১.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রবল এ বৃষ্টিপাতের কারণে মারাত্মক হড়কা বানের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় ১ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। 
এদিকে বৃষ্টির কারণের নিউ সাউথ ওয়েলসজুড়ে জ্বলতে থাকা বেশ কয়েকটি দাবানল এর কারণে তেজ হারিয়েছে বা বন্ধ হয়ে গেছে। এগুলোর মধ্যে কারোয়ান দাবানল অন্যতম। শোলহ্যাভেন শহরের আশপাশে ৭৪ দিন ধরে জ্বলতে থাকা এ দাবানলে প্রায় ৫ লাখ হেক্টর এলাকা পুড়ে গেছে ও ৩১২টি বাড়ি ধ্বংস হয়েছে। বিডিনিউজ