দরিদ্র, এতিম ও মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। পাশে উপস্থিত অন্যরা
সমাজের বৈষম্য দূর করতে মানবসেবার কোনো বিকল্প নেই। সম্প্রতি দরিদ্র, এতিম ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। পড়াশোনার পাশাপাশি সুন্দর মনন বিকাশে পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন মানবিক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি বলেন, সমাজ ও মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। জীবনের শেষ সময় পর্যন্ত দেশ ও মানুষের জন্য কাজ করে যাব। এ সময় তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মর্যাদার আসনে আসীন হয়েছে।