শিক্ষার্থী বন্ধুর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা শেখ মো. হোসেন আলী ও অধ্যক্ষ আজিজুল হকসহ অন্যরা
মহান মুক্তিযুদ্ধে লাখো বাঙালির জীবনদানের মাধ্যমে শ্রেষ্ঠ অর্জন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সুপরিকল্পিত কর্মকাণ্ড বাস্তবায়নের মধ্য দিয়ে বন্ধুত্বের বন্ধনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের মতো ঘৃণিত কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে। দেশ গড়ার কাজে নতুন প্রজন্মের অবদান সবচেয়ে বেশি। নতুনদের এমন এক শক্তি রয়েছে, যার বিরুদ্ধে কোনো শক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। অন্ধকার থেকে সত্যের পথে আসতে আর্তমানবতা ও সুষ্ঠু সংস্কৃতির কল্যাণের মাধ্যমে নিবেদিত থাকতে হবে সবার। সম্প্রতি নবারুণ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বন্ধুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কথাগুলো বলেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা শেখ মো. হোসেন আলী। সভাপতিত্ব করেন এ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বন্ধু ফোরামের এ শাখার আহ্বায়ক শেখ মো. হোসেন আলী।