আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে গদাই নদীর বাঁকে

মুহাম্মদ আশরাফ উদ্দিন
| আলোকিত বন্ধু ফোরাম

 

কবির বসবাস কবিতার মায়াজালে। কবিতার বসবাস কবির চেতনায়। তাই কবি ও কবিতা মিলেমিশে একাকার হয়ে যায় কবিতার খাতায়। নাফিউল ইসলামের কবিতার বই ‘গদাই নদীর বাঁকে’। প্রতিদিনের ছুঁয়ে যাওয়া জীবন, নুয়ে পড়া ভালো লাগা, নিসর্গের সহজ-সরল বর্ণনা উঠে আসে তার কবিতায়। কবিতার বইটি জিনিয়াস পাবলিকেশন্সে পাওয়া যাচ্ছে। অল্প সময়ে পাঠকের ভালোবাসা অর্জন করেছে গদাই নদীর বাঁকে।